দ্য ওয়াল ব্যুরো: বয়স যে শুধুই সংখ্যা, তা আরও একবার প্রমাণ করলেন অভিনেত্রী সোনি রাজদান। ৬৮ বছর বয়সে এসে নিজের আত্মবিশ্বাস, সৌন্দর্য ও স্টাইল দিয়ে তাক লাগিয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী আলিয়া ভাটের মা সোনি রাজদানের ইনস্টাগ্রামে সাম্প্রতিক পোস্ট ঘিরে প্রশংসার ঝড় উঠেছে নেটদুনিয়ায়।
মঙ্গলবার ইনস্টাগ্রামে কয়েকটি নতুন সেলফি পোস্ট করেন সোনি। ক্যাপশনে লেখেন, “Hello hello” ছবিগুলিতে দেখা যাচ্ছে, হালকা আইলাইনার, গোলাপি লিপস্টিক, খোলা চুল, এবং একটি পাতলা স্ট্র্যাপের কালো লেসের পোশাক।
#REL