দ্য ওয়াল ব্যুরো: চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট প্রায়ই তাঁর শৈশবের কথা উল্লেখ করেন, যেখানে তাঁর বাবা ছিলেন ব্রাহ্মণ এবং মা শিরিন ছিলেন শিয়া মুসলিম। খুব কম মানুষই জানেন, মহেশ ভাটের মায়ের ছোট বোন, অর্থাৎ তাঁর মাসি পূর্ণিমা দাস ভার্মা ছিলেন ভাট পরিবারের প্রথম তারকা-অভিনেত্রী।
১৯৩৪ সালে লখনউয়ের এক মুসলিম পরিবারে মেহেরবানো মোহাম্মদ আলী নামে জন্ম নেন পূর্ণিমা। যদিও তাঁর বাবা রাম শেশাদ্রি আয়াঙ্গার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন এবং কিকুভাই দেশাইয়ের অ্যাকাউনট্যান্ট হিসেবে কাজ করতেন।
#REL