দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম ধনী স্টারকিড রাহা কাপুর। বাবা-মা তাঁর জন্য তৈরি করেছেন প্রায় ২৫০ কোটির বাংলো। তবে এবার রাহাকে ঘিরে বড় এক সিক্রেট ফাঁস করলেন মহেশ ভাট।
জন্মের পর থেকেই সংবাদ শিরোনামে রাহা। সম্প্রতি হিউম্যানস অব বম্বে-কে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়ার বাবা মহেশ ভাট জানিয়েছেন, যখন আলিয়া শুটিং করেন, তখন রাহার জন্য সেটে আলাদা ভ্যানিটি ভ্যান থাকে। তিনি বলেছেন, এই ভ্যানিটি ভ্যান “মন্দিরের মতো পবিত্র স্থান”।
#REL