দ্য ওয়াল ব্যুরো: বলিউডের পাওয়ার কাপল রণবীর কাপুর এবং আলিয়া ভাট-এর ব্যক্তিগত জীবন সব সময়ই আলোচনার কেন্দ্রে থাকে। সম্প্রতি টুইঙ্কল খান্না ও কাজলের টক শো 'টু মাচ'-এ হাজির হয়ে আলিয়া, রণবীরের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ এবং মেয়ে রাহা-র আগমনের পরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন।
মেয়ে রাহার জন্য তাঁদের জীবন কতটা বদলে গেছে, সেই প্রসঙ্গে আলিয়া ভাট তাঁর স্বামী রণবীর কাপুরকে একজন 'অতিরিক্ত রক্ষণশীল বাবা' বলে অভিহিত করেছেন। আলিয়া মজা করে বলেন, "আমি কল্পনাও করতে পারি না... আমাদের বাড়িতে যদি কোনও ছেলে আসে, তাহলে রণবীর নির্ঘাত তাকে লাথি মেরে তাড়াবে।"
#REL