শুভঙ্কর চক্রবর্তী
নামটা উচ্চারণ করলেই যেন আলো ঝলমলে এক পর্দা খুলে যায়— শাহরুখ খান। তিন দশকেরও বেশি সময় ধরে এই নাম শুধু এক অভিনেতার নয়, এক অনুভূতির, এক আশ্রয়ের। তাঁর হাসি, চোখের চাহনি, দু’হাত মেলে ধরা সেই পেটেন্ট ভঙ্গি— সব কিছুই যেন এক অদ্ভুত মন্ত্র, যা কোটি হৃদয়ে আজও অনুরণিত। তবু বাদশাহর রাজপথ সবসময় আলোয় ভরা ছিল না। লাইট, রেড কার্পেট আর করতালির ঝলকানির আড়ালে ছিল অনেক অন্ধকার অধ্যায়, যেখানে ভারতের সবচেয়ে বড় তারকা হেরে গিয়েছিলেন— ব্যর্থতার ধাক্কায়, সমালোচনার তীব্রতায়। তবু শাহরুখ থামেননি কখনও। পড়ে গিয়েও তিনি হাঁটতে শিখেছেন, হারিয়েও ফিরে এসেছেন আরও উজ্জ্বল আলোয়
