দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খান (Shah Rukh Khan) মানেই ম্যাজিক। জন্মদিন মানেই এক উৎসব, এক আবেগ। সেই ম্যাজিকই ফের ছড়িয়ে পড়ল পর্দায়। যখন জন্মদিনের সকালে ‘কিং খান’-এর নতুন ছবির টিজার ঝলক দেখল বিশ্ব। মন্নতের বাইরে হাজারো ভক্তের কোলাহল, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। সব কিছুর মাঝেই শাহরুখ দিলেন ভক্তদের সবচেয়ে বড় উপহার।
ফলে অপেক্ষার অবসান। শাহরুখের জন্মদিনের সকালেই মিলল ভক্তদের সবচেয়ে বড় উপহার। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল তাঁর আসন্ন ছবির টিজার। জন্মদিনের সকালে এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে উন্মাদনা।
#REL