অন্বেষা বিশ্বাস
ঠিক রাত বারোটা। কোটি কোটি মোবাইল স্ক্রিনে হঠাৎ আলো জ্বলে উঠল। নোটিফিকেশনের টুংটাং শব্দ। সোশ্যাল মিডিয়ায় টাইমলাইনে ভেসে উঠল একটি পোস্ট, "হ্যাপি বার্থ ডে কিং খান!" নিমেষে স্ক্রল থামিয়ে দিল অসংখ্য তরুণ-তরুণী। কেউ হয়তো তখনও কলকাতার কফি শপে, কেউ লন্ডনের ব্যস্ত রাস্তায় প্রেমিক-প্রেমিকার হাত ধরে হাঁটছে, আবার কেউ নিউ ইয়র্কের ঘরে একলা বসে আছে। চোখের সামনে মুহূর্তে ভেসে এল সেই চেনা মুখ, 'বাজিগর' থেকে 'পাঠান' পর্যন্ত তাঁর দীর্ঘ যাত্রার ঝলক। সেই চেনা হাসি, দু'হাত প্রসারিত করা সেই 'আইকনিক' স্টেপ। আর কমেন্ট বক্সে উপচে পড়ল আবেগ। কেউ লিখে ফেলছেন, "কিং ইজ