অন্বেষা বিশ্বাস
বলিউডের আকাশে এখন নতুন এক হাওয়া বইছে! এখন আর শুধু প্রেম বা অ্যাকশনের গতানুগতিক গল্পে মন ভরছে না দর্শকের। তাই বড় পর্দায় চলছে এক জমজমাট নতুন পরীক্ষার যুগ। যেখানে কখনও উঁকি দিচ্ছে ভূতেরা, কখনও বা গর্জন করছে নেকড়ে-মানুষ, আর কখনও দেখা মিলছে রক্তচোষা ভ্যাম্পায়ারদের। এই সমস্ত 'ভয়ের মশলা' মেশানো মজায় দর্শকও যেন নতুন করে বিনোদনের স্বাদ খুঁজে পাচ্ছেন।
সিনেমা জগতের এই জনপ্রিয় ধারারই একেবারে নতুন সংযোজন এবং ষষ্ঠ সিনেমা হল 'থাম্মা' (Thamma)। আর এই মুহূর্তে ছবিটি বক্স অফিসে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে।