দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়ুষ্মান খুরানা ও সারা আলি খানের আসন্ন ছবি 'পতি পত্নী অর ওহ ২'-এর শুটিং চলাকালীন এক ক্রু মেম্বারের উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ২৭ অগস্ট, শহরের থর্নহিল রোডে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিআর চোপড়া ফিল্মসের প্রোডাকশন হেড জোহেব সোলাপুরওয়ালার উপর স্থানীয় কয়েকজন যুবক হামলা চালায়। এরপর ২৮ অগস্ট প্রোডাকশনের লাইন প্রযোজক সৌরভ তিওয়ারির অভিযোগের ভিত্তিতে সিভিল লাইন থানায় এফআইআর দায়ের করা হয়। পুলিশ ইতিমধ্যেই মূল অভিযুক্ত মেরাজ আলিকে গ্রেফতার করেছে।
#REL