দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা তাঁর বিখ্যাত আইটেম বা বিশেষ নাচের গানগুলির (যেমন "ছাইয়া ছাইয়া", "মুন্নি বদনাম হুই") পরিবর্তন নিয়ে মুখ খুলেছেন। তিনি মনে করেন, তাঁর কেরিয়ার শুরুর পর থেকে এই ধরনের গানগুলির ধরন অনেকটাই পাল্টে গেছে।
THR India-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৫১ বছর বয়সী মালাইকা বলেন, বিশেষ নাচের গানগুলি এখন 'অনেকটা পথ পেরিয়ে এসেছে'। তাঁর মতে, এই গানগুলির মূল ভাবনা এখন আর আগের মতো নেই।
#REL