দ্য ওয়াল ব্যুরো: ‘কোন বনেগা ক্রোড়পতি ১৭’ (KBC 17) এখন এমনিই সোশ্যাল মিডিয়ার চর্চায়। তার থেকেও বেশি ভাইরাল হয়ে পড়ে ১০ বছর বয়সি প্রতিযোগী ইশিত ভাট (Ishit Bhatt)। সেই বিতর্কিত ঘটনার পর মাঝে কেটে গিয়েছে বেশ কিছুদিন। প্রায় এক সপ্তাহ পর দু-দিন আগে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিও পোস্ট করা হয়, তলায় ক্ষমা চেয়ে লম্বা ক্যাপশন (Ishit Bhatt apology on social media)।
গুজরাতের ইশিত সবে পঞ্চম শ্রেণির ছাত্র, তবে তার কথা বলার ধরন এবং সঞ্চালক অমিতাভ বচ্চনের সঙ্গে কথোপকথনে মাঝে মাঝেই ব্যাঘাত ঘটানোর কারণে দর্শক ও সোশ্যাল মিডিয়ার সমালোচনার মুখে পড়ে সে।
#REL
