দ্য ওয়াল ব্যুরো: বহুল জনপ্রিয় কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি' (KBC)-র ১৭তম মরসুমে আবারও সঞ্চালকের আসনে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। আগামী ১১ অগস্ট, ২০২৫-এ সম্প্রচার শুরু হচ্ছে এই মরসুম। সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ও SonyLIV-এ প্রতি সোমবার থেকে শুক্রবার রাত ৯টায় সম্প্রচারিত হবে এই শো।
তবে এই ঘোষণায় চমক রয়েছে আরও এক জায়গায়। সূত্রের খবর, এবারের মরসুমে অমিতাভ বচ্চনের পারিশ্রমিক পর্বপ্রতি ৫ কোটি টাকা। সপ্তাহে পাঁচটি পর্ব মিলিয়ে সাপ্তাহিক আয় প্রায় ২৫ কোটি টাকা! যা তাঁকে এ দেশের সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত টেলিভিশন সঞ্চালকের জায়গায় পৌঁছে দিল।
#REL