দ্য ওয়াল ব্যুরো: সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) এবং 'দ্য ফ্যামিলি ম্যান'-এর সহ-পরিচালক রাজ নিদিমরু (Raj Nidimoru) বিয়ে সারলেন ভূত শুদ্ধি (Bhuta Shuddhi Vivaha) মতে। কোয়েম্বাটুরে (Coimbatore) একদম কাছের মানুষজনের উপস্থিতিতে হয় অনুষ্ঠান। কাউকে কিছু জানতে দেননি দুজনের কেউই। সকলকে ছবি পোস্ট করে চমকে দেন।
দুপুরে প্রাক্তনের বিয়ের খবর কানে আসার পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নাগা চৈতন্য। দু'দিন পর তাঁর প্রথম বিবাহবার্ষিকী। কিন্তু সেই নিয়ে কোনও কিছু পোস্টে লেখেননি, বরং শেয়ার করলেন জনপ্রিয় সিরিজ 'ধূতা'র কথা। স্মৃতিচারণা করলেন, দিলেন আবেগঘন বার্তা।
#REL