শুভদীপ বন্দ্যোপাধ্যায়
উত্তমকুমারের গান মানেই ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ। পাঁচের দশকের বাংলা ছায়াছবিতে সুপারহিট ছিল উত্তম-হেমন্ত জুটি। এরপরে ষাটের দশকে উত্তমকুমারের লিপে হিট গান দিলেন শ্যামল মিত্র আর মান্না দে। ভূপেন হাজারিকা 'সাগর সঙ্গমে' উত্তমের ঠোঁটে গাইলেও গান হিট হলেও, পর্দায় উত্তমকুমারের লিপে ভূপেন বেমানান ছিলেন। এরপর সাতের দশকে তখন হিন্দি ছবির মিউজিক ইন্ডাস্ট্রির ভোলবদল হয়ে গিয়েছে। ততদিনে পশ্চিমী সুরের প্রভাব এসে গিয়েছে বলিউডে। সেই নতুন প্রজন্মের সুর নিয়ে এসেছেন যিনি ...তিনি পঞ্চম। শচীন দেব বর্মণের ছেলে আর ডি বর্মণ।