দ্য ওয়াল ব্যুরো: এবারও শাহরুখ খান আর রানি মুখার্জির জুটিই যেন ভরিয়ে দিল সোশ্যাল মিডিয়া। সোমবারের ক্লান্তি আর একঘেয়েমি ভুলিয়ে দিল এক রোমান্টিক রিল—যেখানে কিং খান আর রানি মেতে উঠলেন আরিয়ান খানের প্রথম পরিচালনা The Ba**ds Of Bollywood–এর গান তু প্রথম, তু শেষ-এ। যেন এক অনবদ্য মুহূর্ত ফিরে এল অতীত থেকে।
#REL
শাহরুখ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ভিডিওটি। হাতে স্লিং, কিন্তু তার মাঝেও ছন্দে ভেসে গিয়েছেন তিনি। আর পাশে রানি—নীল ডেনিম আর সাদা শার্টে—শাহরুখের সঙ্গে দারুণ মেলাচ্ছেন পা। রিলের ভেতরে জুড়ে দেওয়া হয়েছে আসল গানের ঝলক, যেখানে রয়েছেন লক্ষ্য আর সাহের বাম্বা।