দ্য ওয়াল ব্যুরো: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে (National Awards) বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’কে (The Kerala Story) সেরা পরিচালনা ও চিত্রগ্রহণের পুরস্কার দেওয়ায় তীব্র আপত্তি তুলেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)। তিনি এই সিদ্ধান্তকে কেরলের প্রতি ‘চূড়ান্ত অপমান’ বলে কটাক্ষ করেছেন। তাঁর অভিযোগ, এই পুরস্কার আসলে ‘মিথ্যা প্রচারের’ স্বীকৃতি, যা কেরলের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশেই তৈরি হয়েছে।