শুভদীপ বন্দ্যোপাধ্যায়
ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী। তাঁর মূর্তি বা ছবিকে এদিন নানাভাবে পুজো করেন সাধারণ মানুষ। কিন্তু রামানন্দ সাগরের সেই শ্রীকৃষ্ণকে মনে আছে? বড়বেলার কৃষ্ণকে? নয়ের দশকে শ্রীকৃষ্ণ রূপে তাঁর মুখ টিভির পর্দা থেকে ভক্তদের হৃদয়ে রীতিমতো দেবতার আসন নিয়ে নেয়। তিনি সর্বদমন বন্দ্যোপাধ্যায়। ওরফে সর্বদমন ডি ব্যানার্জী।