শুভদীপ বন্দ্যোপাধ্যায়
নিঃসীম একাকীত্বের মধ্যে দিয়ে তিনি তিমির অভিসারিনী। নায়িকার গ্ল্যামার জীবনকে ছুড়ে ফেলে অন্তরাল জীবনে তাঁর একমাত্র আলাে শ্রীশ্রী রামকৃষ্ণ। সেই আঁধারঅভিসারিকা, আলােক-সন্ধানী নারীর নাম সুচিত্রা সেন। যদিও নিজের কাছে শুধুই তিনি রমা সেন। ঠিক তাঁর 'উত্তর ফাল্গুনি'র সংলাপের মতো মহানায়িকা সরে যাবে, সুচিত্রা সেন লোকচক্ষুর আড়ালে চলে যাবে কিন্তু রমা বেঁচে থাকবে অন্দরে অন্তরে। রমার জীবনের একমাত্র গুরু শ্রীরামকৃষ্ণ।