অন্বেষা বিশ্বাস
বলিউডের পর্দায় তিনি এক জাদুকর। যাঁর হাতের ছোঁয়ায় প্রেমের রঙে রাঙিয়ে উঠেছে প্রজন্মের পর প্রজন্ম। 'কুছ কুছ হোতা হ্যায়'-এর রোমান্টিক 'রাহুল' হোক বা 'রকি অউর রানি কি প্রেম কাহানি'-র জটিল ভালবাসা। সব গল্পেই করণ জোহর যেন প্রেমের এক নতুন, স্বপ্নময় সংজ্ঞা লিখেছেন। তাঁর ছবিতে নায়ক-নায়িকারা হাতে হাত রেখে প্রতিজ্ঞা করেছে সারাজীবন সঙ্গে থাকার।