দ্য ওয়াল ব্যুরো: এক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন অভিনেত্রী তন্নিষ্ঠা চ্যাটার্জী। বারবারই আন্তর্জাতিক চলচ্চিত্রমঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করেছেন তিনি। গত আট মাস ধরে লড়াই করছেন স্টেজ ৪ ওলিগো মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যানসার-এর সঙ্গে।
রবিবার সোশ্যাল মিডিয়ায় তন্নিষ্ঠা নিজেই লিখেছেন, “আট মাস আগে যখন আমার ক্যানসার ধরা পড়ল, তখনও আমি বাবাকে ক্যানসারে হারানোর শোক সামলাচ্ছিলাম। ভেবেছিলাম এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। কিন্তু জীবনের এই নতুন পরীক্ষায় আমাকে নামতে হল।”