দ্য ওয়াল ব্যুরো: শুধু অভিনেতা নয়, আদর্শ স্বামী হিসেবেও বলিউডে উদাহরণ সুনীল দত্ত। স্ত্রী নার্গিস দত্তের ক্যানসার ধরা পড়ার পর ১৯৮০ সালে তাঁর চিকিৎসার জন্য কোনও চেষ্টাই বাদ রাখেননি তিনি। স্ত্রীর সঙ্গে আমেরিকায় ছিলেন দীর্ঘ চিকিৎসার সময়ে। কিন্তু সব চেষ্টার পরেও ১৯৮১-র মে মাসে মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নার্গিস।
পুরনো চ্যাট শো ‘ফুল খিলে হ্যাঁ গুলশন গুলশন’-এ সঞ্চালিকা তবস্সুমের সঙ্গে আলাপচারিতায় আবেগে ভেসে গিয়েছিলেন সুনীল। তাঁকে বলতে শোনা যায়, “প্রিয়জন চলে গেলে মনে হয় বাঁচা যাবে না। কিন্তু তাও বাঁচতে হয়। আমি নিজেও জানি না, কীভাবে এখনও বেঁচে আছি।”