অন্বেষা বিশ্বাস
তখন রাত ৯টা ১০টা হবে। সমুদ্র ঘুমিয়ে। নোনা জলে চাঁদের আলো পড়েছে। দূরে কোথাও মাছ ধরার নৌকোগুলোর হালকা আলো টিমটিম করছে। কিন্তু সেই শান্ত সমুদ্রের বুকের তলায় তখন জেগে উঠছিল এক অজানা ক্রোধ। জলের গভীরে, যেখানে মানুষের চোখ পৌঁছোয় না, সেখানে নড়ে উঠেছিল এক দানবের নিঃশ্বাস। তারপর ধীরে ধীরে ঢেউগুলো উঁচু হতে থাকল, তেতে উঠল সমুদ্র। আকাশ কালো হতে শুরু করল, বাতাস ভারী হয়ে গেল।