দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে একটা অবলা প্রাণী! শুনে চমকে উঠলেন তো? আপনার আশেপাশে ঘুরে বেরানো গরুরাই বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণ। ব্যাপারটা খোলসা করে বলা যাক। বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের জন্য এতদিন আমরা মূলত শিল্প দূষণ বা যানবাহনকে দায়ী করে এসেছি। কিন্তু জানেন কি, এই তালিকায় এবার অপ্রত্যাশিতভাবে নাম লিখিয়েছে আমাদের অতি পরিচিত প্রাণী গরু?
গরুর ঢেকুর, বিশ্বের বিপদ!