দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সমুদ্রগুলি ধীরে ধীরে হারাচ্ছে তাদের স্বচ্ছতা। সূর্যের আলো যেখানে এক সময় সহজেই পৌঁছে যেত, সেই সব সমুদ্র এখন ক্রমশ অন্ধকারে ডুবে যাচ্ছে। প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমনই উদ্বেগজনক তথ্য। গত ২০ বছরে বিশ্বের এক-পঞ্চমাংশেরও বেশি সমুদ্র গাঢ় ও অন্ধকার হয়ে গিয়েছে। এই পরিবর্তন শুধু সামুদ্রিক জীবনের জন্য নয়, আমাদের সকলের ভবিষ্যতের দিকেই বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে।