শুভজিৎ নস্কর
সিদ্ধান্ত গোস্বামী
প্রায় ছ'মাস দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন অঞ্চলের কাকদ্বীপ সরকারী হাসপাতালে গৌরী বড়ুয়া ভর্তি ছিলেন। এই ছয় মাস তার জীবনের সবচেয়ে ভয়াবহ সময়। বিভ্রান্তি, বিষণ্ণতা ও অনিদ্রায় কাটানো এই দিনগুলো আজও তিনি ভুলে উঠতে পারেন না, আজও তার স্মৃতিতে বারবার ফিরে আসে সেই ছয় মাসের অস্বস্তি। ক্ষতের দাগ যেন আজও তার কন্ঠে লেগে আছে, গৌরীর কথায় জলই তার জীবনকে অস্বস্তিতে ভরিয়ে তুলেছিল, করে তুলেছিল উন্মত্ত।