দ্য ওয়াল ব্যুরো: দৈনন্দিন জীবনের ক্লান্তি, কাজের চাপ, কিংবা বয়স - এসবের কারণে মাঝে মাঝেই শরীরে এদিক ওদিক ব্যথা (pain) লেগেই থাকে। বেশিরভাগ সময়েই আমরা সেটাকে তেমন গুরুত্ব দিই না। কিন্তু সেই সামান্য ব্যথাই কখনও কখনও মারণরোগের উপসর্গ হয়ে দাঁড়ায়, জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
৩৫ বছরের বিসমা লালজি, যিনি এখন এক জন ইন্টিগ্রেটিভ ক্যানসার রিকভারি কোচ - ফিরে এসেছেন স্টেজ ৪ ব্রেস্ট ক্যানসারের (stgae 4 breast cancer) মুখ থেকে, তাঁর জীবনও এমনই এক অভিজ্ঞতার সাক্ষী।