দ্য ওয়াল ব্যুরো: স্মৃতির পাতায় আজও জ্বলজ্বলে এক মুখ। একটাই নাম—উত্তম কুমার। বাংলা সিনেমার মহারাজ, যাঁর একঝলক হাসি, সংলাপের ভঙ্গি, রোমান্স, কোটি-কোটি বাঙালির হৃদয়ে চিরকাল গাঁথা হয়ে আছে। আজ, তিনি নেই। প্রয়াণ দিবস আজই। কিন্তু কী আশ্চর্য, মনে হয় তিনি যেন কোথাও যাননি। বরং প্রতিটি দৃশ্যে, প্রতিটি গানে, প্রতিটি ভালোবাসার কথায় তিনি আজও বর্তমান। আজকের দিনে ফিরে দেখা যাক উত্তম কুমারের জীবনের কিছু কম আলোচিত, অথচ গভীর আবেগমথিত অধ্যায়।
#REL