শুভদীপ বন্দ্যোপাধ্যায়
তিন অভিনেত্রীকেই সারা বাংলার লোক এক ডাকে চেনে। খুব দুর্বল মানের চিত্রনাট্যের ছবিও তাঁদের অভিনয় গুণে আর স্টারডমের আকর্ষণে হিট করে যেত চিরকাল। তাঁরা হলেন দেবশ্রী রায়, লিলি চক্রবর্তী ও সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। প্রথম দু'জন আমাদের মধ্যে থাকলেও, তৃতীয় জন ২০১৬ সালেই প্রয়াত। তবু শিল্পীদের জন্মদিন তো উৎসবের। তাঁদের কাজেই তাঁরা বেঁচে থাকেন। দেবশ্রী, লিলি ও সংঘমিত্রা, তিন দাপুটে অভিনেত্রীর জন্মদিন আজ ৮ই অগস্ট।