শুভদীপ বন্দ্যোপাধ্যায়
'দোলপূর্ণিমা রাতে ছিঁড়ে-খুড়ে খেলো তাকে কয়েকটা
শেয়াল-শকুন । আমার বুকের দুধে যত ধার, তারো
চেয়ে খরতর জ্যোৎস্না ছিল, তবু তাতে শুশ্রুষা ছিল
না কোনও । তাহলে সে ঈশ্বরী-প্রতিমা কেন
তিল তিল করে গড়েছিলে ? কেন বলেছিলে তাকে
ভালোবাসা ভেসে আসে রজনীর রন্ধ্রে রন্ধ্রে ?'