শুভদীপ বন্দ্যোপাধ্যায়
শহরে পুজোর রিলিজ ছবিগুলোর মধ্যে সবথেকে চর্চায় আছে দেব (Dev) অভিনীত 'রঘু ডাকাত' (Raghu Dakat)। ডাকাতের গল্প চিরকালই রহস্য রোমাঞ্চে ভরপুর হয়। আর তা নিয়ে ছবি হলে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। তবে এই প্রতিবেদনে আজ থাকবে এক চমকপ্রদ গল্প। একই সিঙ্গেল স্ক্রিন সিনেমাহলে ৭৩ বছর পর মুক্তি পেল একই নামে বাংলা ছবি। একই নামের 'রঘু ডাকাত' সাত দশক পর মুক্তি পেল দক্ষিণ কলকাতার 'বসুশ্রী' (Basusree Cinema) প্রেক্ষাগৃহে।