শুভদীপ বন্দ্যোপাধ্যায়
রূপোলি পর্দার স্বপ্নসুন্দরী অভিনেত্রী ছিলেন সুমিত্রা দেবী (Sumitra Debi)। চারের দশক থেকেই বাংলা (Bengali Film) ও হিন্দি ছবিতে দাপট দেখিয়েছিলেন তিনি। বলিউডের (bollywood) ফিল্মফেয়ার পত্রিকার প্রচ্ছদে তাঁর সুন্দর মুখশ্রীর জয় জয়কার পড়ে গিয়েছিল সে যুগে। অথচ সুচিত্রা সেনের মতো জনপ্রিয়তা তিনি পরের যুগে পাননি। তবে নিজের সময়ে তাঁর স্নিগ্ধ রূপ যৌবনে সবাইকে পাগল করে দিতেন তিনি।