দ্য ওয়াল ব্যুরো: ১৯২৩ সালে উত্তরপ্রদেশের এক ছোট্ট শহরে জন্ম, আর ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন দূরে কোথাও চলে যাওয়ার। মাত্র ২৩ বছর বয়সে মুম্বই পাড়ি জমান উমা দেবী খত্রি—যিনি পরবর্তীকালে হয়ে ওঠেন বলিউডের জনপ্রিয় কমেডিয়ান ‘টুনটুন’। কিন্তু এই উত্থানের পিছনে ছিল অগণিত সংগ্রাম, অভাব, এবং অপমান।
সঙ্গীতজগতে প্রবেশ করতে গিয়ে উমা দেবী দ্বারস্থ হন খ্যাতনামা সুরকার নওশাদের। তিনি সোজা বলে দেন, শোনাবেন না, তাহলে আরব সাগরে ঝাঁপ দেবেন! অবশেষে নওশাদ তাঁর গান শুনলেন, এবং দিলেন প্রথম সুযোগ। ১৯৪৫ সালে সিনেমায় গান গাওয়া শুরু করেন তিনি। কিন্তু স্বপ্নপূরণের পরেও মসৃণ ছিল না পথ।
#REL