দ্য ওয়াল ব্যুরো: আজ অর্থাৎ ১১ অক্টোবর, বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন তাঁর ৮৩তম জন্মদিন উদযাপন করছেন। বিশ্বজুড়ে ভক্ত ও সহকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানালেও, এবার সবাইকে চমকে দিয়ে শুভেচ্ছা জানালেন তাঁর 'খুদা গাওয়া' (১৯৯২) ছবির সহ-অভিনেত্রী ও 'বিগ বস ১৮' খ্যাত শিল্পা শিরোডকর।
শিল্পা শুধু দীর্ঘ জীবন কামনাই করেননি, একই সঙ্গে একটি মজার গোপন কথা ফাঁস করেছেন। তিনি জানিয়েছেন, ফ্যান থাকাকালীন তিনি গোপনে অমিতাভ বচ্চনকে বিয়ে করতে চেয়েছিলেন!
#REL