দ্য ওয়াল ব্যুরো: বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন আজ, ১১ অক্টোবর, তাঁর ৮৩তম জন্মদিন উদযাপন করলেন। প্রতি বছরের মতো এই বছরও তিনি তাঁর বার্ষিক প্রথা বজায় রেখে মুম্বইয়ের 'জলসা' বাংলোর বাইরে অপেক্ষারত হাজার হাজার অনুরাগীর সঙ্গে দেখা করতে বেরিয়ে এলেন।
শনিবার সকাল থেকেই ভক্তরা ফুল, পোস্টার এবং উপহার নিয়ে বিগ বি-কে শুভেচ্ছা জানাতে তাঁর বাড়ির সামনে ভিড় জমান। ভক্তদের নিরাশ না করে সন্ধ্যায় অমিতাভ বচ্চন তাঁর বাসভবনের গেটে এসে বিশাল জনতাকে হাত জোড় করে অভিবাদন জানান।
#REL