দ্য ওয়াল ব্যুরো: গত ২০ অক্টোবর, ৮৪ বছর বয়সে বলিউডের কিংবদন্তি অভিনেতা গোবর্ধন আসরানি (Govardhan Asrani) প্রয়াত হলেও, তাঁকে আবারও পর্দায় দেখা যাবে। অসুস্থতার কারণে তিনি চলে গেলেও, দর্শকদের হাসানোর জন্য তাঁর শেষ দু'টি ছবি এখনও মুক্তি পেতে বাকি।
আসরানির প্রয়াণের খবরে শোকপ্রকাশ করেছেন অভিনেতা অক্ষয় কুমার। তিনি এক্স (পূর্বের টুইটার)-এ শোক জানিয়ে নিশ্চিত করেছেন, তাঁদের আসন্ন দুটি ছবিতে আসরানিকে শেষবারের মতো দেখতে পাবে দর্শক।
#REL