দ্য ওয়াল ব্যুরো: বলিউড সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র, প্রখ্যাত অভিনেতা ও কৌতুকশিল্পী গোবর্ধন আসরানি গত ২০ অক্টোবর, ৮৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন। মুম্বইয়ের জুহুতে অবস্থিত আরোগ্য নিধি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে ৩৫০টিরও বেশি ছবিতে অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন।
জীবনের শেষ পর্বে এসে অভিনেতা চেয়েছিলেন তাঁর বিদায় যেন হয় একেবারেই নিঃশব্দে এবং মর্যাদার সঙ্গে। তাঁর স্ত্রী মঞ্জু আসরানিকে বলে গিয়েছিলেন, তাঁর শেষ সময় যেন থাকে জনচক্ষুর আড়ালে।
#REL