শুভদীপ বন্দ্যোপাধ্যায়
তিনি লিলি ফুলের মতোই মিষ্টি। তেমনি আন্তরিক তাঁর ব্যবহার। স্নিগ্ধতার আর এক নাম যেন লিলি চক্রবর্তী। বেশিরভাগ ছবিতেই তিনি উত্তমকুমারের সহ-অভিনেত্রী। কিন্তু যখনই তিনি উত্তমকুমারের পাশে পর্দায় দাঁড়িয়েছেন তখনই দর্শক মনে দাগ কেটেছেন। আজও লিলি চক্রবর্তীর অভিনয় বড় পর্দা থেকে ছোট পর্দায় হিট।
উত্তমকুমারের প্রয়াণ দিনে দ্য ওয়াল-এ অকপট গল্পে লিলি চক্রবর্তী। আলাপচারিতায় শুভদীপ বন্দ্যোপাধ্যায়।