শুভম সেনগুপ্ত
‘সোনার কেল্লা’-য় ছোট্ট মুকুলের মুখে উচ্চারিত ‘দুষ্টু লোক’ শব্দবন্ধটি বাঙালির মনে আজও অমলিন। আদুরে উচ্চারণের আড়ালে সেই নিরীহ শব্দেই সত্যজিৎ রায় বুনেছিলেন বিপদের ছায়া। আসলে ‘দুষ্টু লোক’ কোনও ব্যক্তি নয়— এক মানসিকতা। আবার কোনও ব্যক্তিকে ‘দুষ্টু লোক’ ভাবাও আরেক ধরনের মানসিক ভিত। মানুষের মনই ঠিক করে দেয় কে ভাল, কে মন্দ।