দ্য ওয়াল ব্যুরো: চলতি বছর মার্চে দেশজুড়ে আরও একবার মুক্তি পেল সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি ‘নায়ক’। ১৯৬৬ সালে নির্মিত এই ছবিটি এখন এক ঝকঝকে 2K ডিজিটাল সংস্করণে ফিরে এসেছে বড় পর্দায়। কৃতজ্ঞতা যায় প্রযোজক আর.ডি. বনসলের পরিবারের প্রতি, যাঁরা ৩৫ মিমি ফিল্মটি সংরক্ষণ করে ফিরিয়ে এনেছেন নব গৌরবে। সময়োপযোগী এই মুক্তির পিছনে আছে একটি বিশেষ উপলক্ষ—২০২৬ সালে নায়ক-এর ৬০ বছর এবং উত্তম কুমারের জন্মশতবর্ষ একসঙ্গে পালনের প্রস্তুতি।
#REL