দ্য ওয়াল ব্যুরো: উত্তমকুমার মানেই বাঙালির হৃদয়ে এক অমলিন নস্টালজিয়া। তাঁর অভিনয়শৈলী, ব্যক্তিত্ব ও ভঙ্গিমায় অনন্য এক আকর্ষণ জড়িয়ে আছে প্রতিটি বাঙালির হৃদয়ে। শুধু চলচ্চিত্রপ্রেমীরাই নয়, সাধারণ মানুষও আজীবন উত্তমকুমারের স্মৃতিতে নস্টালজিক। তাঁকে নিয়ে কৌতূহলের শেষ নেই আমজনতার। জন্মশতবর্ষে তাঁকে স্মরণ করে মনোমুগ্ধকর একটি উৎসবের আয়োজন করে দিল্লি প্রবাসী বাঙালিরা।
দিল্লি বেঙ্গল অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘উত্তম একাই একশো’ শীর্ষক দু' দিনের উৎসবের সমাপ্ত হল রবিবার।