দ্য ওয়াল ব্যুরো: নিঃশব্দেই চলে যেতে চেয়েছিলেন। মৃত্যুর পর তাঁকে নিয়ে কোনওরকম আতিশয্য না-ই বা হল, এমনটাই শেষ ইচ্ছে ছিল। মৃত্যুর খবর যখন সামনে এল, ততক্ষণে নশ্বর দেহ মিলিয়ে গিয়েছে পঞ্চভূতে।
দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন, তাই শেষ মুহূর্তের শান্তিটুকু উপভোগ করতে চান। সেই ইচ্ছেকে সম্মান জানিয়েছিল পরিবার। দীর্ঘ রোগভোগের পর যাওয়ার বেলায় মুখে লেগে থাকা প্রশান্তি নয়, হাসিতে থাকার, মাতিয়ে রাখার রেশটুকু রেখে গেলেন আসরানি (Asrani)।