দ্য ওয়াল ব্যুরো: নব্বইয়ের দশকে বলিউড কাঁপানো জুটিদের মধ্যে অন্যতম ছিলেন অক্ষয় কুমার ও রবিনা টন্ডন। তাঁদের প্রেম ছিল গোটা বিনোদন জগতে 'সুপারহিট' গুঞ্জন। কিন্তু এই সম্পর্কের শেষটা হয়েছিল অত্যন্ত বেদনাদায়ক।
ব্লকবাস্টার ছবি 'মোহরা'-এর আইকনিক গান 'টিপ টিপ বরষা পানি'-তে যেখানে দর্শকরা হলুদ শাড়িতে ভেজা রবিনার যৌবন আর অক্ষয়ের উন্মত্ত প্রেম দেখেছিল, সেখানে তাঁদের ব্যক্তিগত জীবনে কিন্তু বয়ে যাচ্ছিল ঝড়।
#REL