দ্য ওয়াল ব্যুরো: বলিউড ইন্ডাস্ট্রিতে অনেকেই সুযোগের অভাবে হারিয়ে যান। অভিনেতা বিশাল মালহোত্রা, যিনি ২০০৩ সালে শাহিদ কাপুর এবং অমৃতা রাওয়ের সঙ্গে কেন ঘোষ পরিচালিত 'ইশক ভিশক' ছবিতে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন, তিনিও একসময় বলিউড ছেড়ে বেরিয়ে আসেন। তবে এখন তিনি একজন সফল উদ্যোক্তা এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত।
বিশাল মালহোত্রা সম্প্রতি একটি TEDx অনুষ্ঠানে এসে তাঁর অভিনয় জীবন থেকে বেরিয়ে আসার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানান, যখন তিনি বড় প্রযোজকদের কাছে নায়কের বন্ধু নয়, বরং আরও ভালো ভূমিকার জন্য আবেদন করতেন, তখন তাঁদের সোজা উত্তর ছিল 'না'।
#REL