দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ‘চকোলেট বয়’ থেকে 'রাফ অ্যান্ড টাফ' লুক, কথা হচ্ছে শাহিদ কাপুরের। অভিনয়, নাচ, স্টাইল, সবেতেই দর্শক মুগ্ধ। শুধু অনস্ক্রিন নয়, অফস্ক্রিনেও তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতিটি পোস্ট ঝড় তোলে অনুরাগীদের হৃদয়ে। ফলে, এই সুদর্শন তারকার গোপন ভক্তের সংখ্যা যে অগণিত, তা আর বলার অপেক্ষা রাখে না।
তবে সেই ভক্তির জেরেই নাজেহাল হতে হয়েছিল শাহিদকে। মীরা রাজপুতের সঙ্গে সুখী দাম্পত্য কাটালেও, অতীতে করিনা কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বি-টাউনের অন্যতম আলোচিত বিষয়। কিন্তু এ সবের বাইরেও জীবনে এসেছিল আরও একটি অদ্ভুত অধ্যায়।
#REL