দ্য ওয়াল ব্যুরো: ছুটির মেজাজে রয়েছেন শাহিদ কাপুর এবং তাঁর স্ত্রী মীরা রাজপুত কাপুর। কোথায় ঘুরতে গেছেন তার নাম প্রকাশ না করেই দম্পতি সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট শেয়ার করছেন। তবে সম্প্রতি এক ভাইরাল ভিডিওর দৌলতে আরও একবার চর্চার কেন্দ্রবিন্দুতে শাহিদ।
ইনস্টাগ্রামে শাহিদ একটি রিল পোস্ট করেছেন, যেখানে তাঁকে দেখা যাচ্ছে সমুদ্রের মাঝে একটি জেটি রাইডে। ভিডিওতে অভিনেতার টপলেস লুক দেখে রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীরা কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন আগুন ও হৃদয়ের ইমোজিতে। কেউ লিখেছেন, “আর কেউ এসি চালাও তো!”, কেউ আবার জানিয়েছেন, “মাই ফার্স্ট লাভ!”