দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের মাটির সোঁদা গন্ধে ম ম করছে আন্তর্জাতিক মঞ্চ। দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh) - পাঞ্জাবের সুপারস্টারের নামটাই সাড়া ফেলল বিশ্ব জুড়ে। ইমতিয়াজ আলি (Imtiaz Ali) পরিচালিত চর্চিত বায়োপিক ‘অমর সিং চমকিলা’র (Amar Singh Chamkila) জন্য তিনি ২০২৫ সালের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসে (International Emmy Awards) মনোনয়ন (nomination) পেয়েছে। তাও দু’টি বিভাগে - সেরা অভিনেতা এবং সেরা টিভি মুভি।
ইনস্টাগ্রামে উচ্ছ্বাস ভাগ করে নিয়ে দিলজিৎ কৃতজ্ঞতা জানান পরিচালক ইমতিয়াজ আলি ও পুরো টিমকে। তিনি লিখেছেন, “সবকিছুই সম্ভব হয়েছে ইমতিয়াজ আলি স্যারের কারণে।”