দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী গীতা বসরা ও ভারতীয় ক্রিকেটার হরভজন সিং-এর প্রেমকাহিনি অনেকের কাছেই অনুপ্রেরণা। সম্প্রতি এক সাক্ষাৎকারে গীতা বসরা তাঁদের সম্পর্কের অজানা নানা কথা তুলে ধরেছেন। গীতা জানান, প্রথম দেখাতেই হরভজন তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।
২০০৬ সালে ‘দিল দিয়া হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় গীতার। তখন তাঁর বয়স ছিল ২১। সেই সময়েই তাঁর সঙ্গে হরভজনের দেখা হয়। ‘ভারতী টিভি’-তে দেওয়া এক সাক্ষাৎকারে গীতা বলেন, “ও আমাকে প্রথম দেখেই পছন্দ করেছিল। আমার একটি পোস্টার দেখে ও নাকি ইউভিকে (যুবরাজ সিং) আমার নম্বর চেয়েছিল।”
#REL