শুভদীপ বন্দ্যোপাধ্যায়
আসল নাম পুষ্পরাগ। কিন্তু সে নাম ইন্ডাস্ট্রিতে এসে বদলে গেল। ডাক নাম টোটা নামেই ফিল্মে অভিষেক হয় তাঁর। আজও তিনি স্থিরযৌবনের প্রতীক। পুরুষের আবেদনে তিনিই শেষ কথা। শরীরচর্চাকে তিনি সাধনার জায়গায় নিয়ে গিয়েছেন। মেদহীন চেহারায় তিনি আজও অসম্ভব আকর্ষণীয়। টোটা রায়চৌধুরীর জন্মদিনে ফিরে দেখা যাক ঋতুপর্ণ ঘোষের ছবিতে তাঁর অভিনয় সফর।