শুভদীপ বন্দ্যোপাধ্যায়
ঋতুপর্ণ তাঁর প্রথম ছবির জন্য অভিনেত্রী চেয়েছিলেন মুনমুন সেনকে (Munmun Sen)। নব্বই দশকে দাঁড়িয়ে একজন নবাগত আনকোরা পরিচালকের এ দিবাস্বপ্ন বৈকী। এয়ারপোর্টে ঋতুপর্ণ ঘোষ (Rituparno Ghosh) মুনমুনকে তাঁর প্রথম ছবিতে অভিনয় করার অফার দেন। মুনমুন ঋতুপর্ণকে বলেন, "এখানে এয়ারপোর্টে কথা বলবেন! বাড়িতে আসুন"।