গার্গী দাস
টালা প্রত্যয়ের সঙ্গে সুশান্ত শিবানী পালের নাম উচ্চারিত হবে যতদিন এই পুজো চলবে। সুশান্ত পাল না থাকলে টালা প্রত্যয় নিয়ে মানুষের মনে উন্মাদনা কতোটা তৈরি হত, তা নিয়ে সংশয় রয়েছে। থিম যেমনই হোক, তাঁর ভাবনা, কাজ বিগত কয়েকবছর ধরে কলকাতা, শহরতলি, বাংলার বিভিন্ন প্রান্ত এমনকি দেশের বাইরের মানুষজনকেও এক ছাতার তলায় এনেছে। সূর্যের আলোর প্রতিফলন, রাতে আলোর কাজ, রঙের ব্যবহার, একটা জায়গার প্রত্যেকটা অংশের সদ্ব্যবহার তিনি যেভাবে করতে পারেন, তা ভাষায় প্রকাশ করা মুশকিল। টালা প্রত্যয়ের ১০০ বছরে তাঁর নাম ঘোষণা হওয়ার পরও তাঁর সঙ্গে পুজো কমিটি কাজ করেনি। মনোমানিল্য না