দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর আবহে এ বছর নতুন মাত্রা যোগ করেছে সানরাইজ। বাঙালির প্রিয় এই ব্র্যান্ড ঘোষণা করেছে এক অভিনব ও হৃদয়গ্রাহী উদ্যোগ, ‘সানরাইজ মায়ের সাথে সেলফি’। প্রযুক্তি আর ঐতিহ্যের মেলবন্ধনে এই বিশেষ প্রচারাভিযান পুজোপ্রেমীদের জন্য এনে দিল এক অনন্য সুযোগ। এখানে উৎসবের উপভোগ হবে ভিড়ের ঠেলাঠেলি, লম্বা লাইন আর ‘No Selfies’ বোর্ড এড়িয়ে, আরও সহজে, সকলকে সঙ্গে নিয়ে।
ব্যাপারটা ঠিক কী?