শুভদীপ বন্দ্যোপাধ্যায়
দেবী চৌধুরাণী বললেই বাঙালিদের চোখের সামনে ভেসে ওঠে একজনের মুখ। তিনি সুচিত্রা সেন। কিন্তু বাংলা ছবির 'দেবী চৌধুরাণী' রূপে মধ্যবয়সের সুচিত্রাকে বেমানান লেগেছিল ঋতুপর্ণ ঘোষের। আর ঋতুপর্ণ চিরকালই বম্বের থেকে আর্টিস্ট এনে বড় মাপের বাংলা ছবি করতে চাইতেন। সেভাবেই 'দেবী চৌধুরাণী' রূপে ঋতুপর্ণর প্রথম পছন্দ ছিলেন ক্যাটরিনা কাইফ।